গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল :
টেকনাফ সাবরাং ইউনিয়ন সিকদার পাড়ার বাসিন্দা ইয়াবা ডন নামে খ্যাত রাসেল অবশেষে ডিএনসির হাতে আটক হয়েছে।
২৭ এপ্রিল (বুধবার) ভোর রাত ৪ টার দিকে সদর ইউপি ছোট হাবির পাড়া বোনের বাড়ী থেকে তাকে আটক করতে সক্ষম হয় টেকনাফ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মরত সদস্যরা।
সত্যতা নিশ্চিত করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা (মুকুল) জানান, গত ২৪ মার্চ সেন্টমার্টিনের ছেড়া দ্বীপ এলাকা থেকে ১ লাখ ইয়াবা ও ১ কেজি আইস উদ্ধার করা হয়েছিল।
পরে তথ্য নিয়ে জানতে পারি উদ্ধার হওয়া মাদকের চালানটির মুলহোতা হচ্ছে এই রাসেল। সেই তথ্য অনুযায়ি উক্ত মামলায় পলাতক আসামী করা হয়েছিল।
তিনি আরও বলেন, ইয়াবা ডন রাসেলকে আটক করার জন্য আমাদের সদস্যরা বেশ কয়েকবার অভিযান পরিচালনা করেও তাকে আটক করতে পারেনি। অবশেষে ২৭ এপ্রিল (বুধবার) দিবাগত ভোর রাতে ডিএনসি সদস্যরা তাকে বোনের বাড়ী থেকে আটক করতে সক্ষম হয়।
সে সাবরাং সিকদার পাড়ার মৌলভি আবদুল গফুরের পুত্র। এদিকে স্থানীয়রা অভিমত প্রকাশ করে জানান, ইয়াবা ডন রাসেল সল্প সময়ের ব্যবধানে কোটি টাকার মালিক হয়েছে।
তারা বলেন মাদক মামলায় পলাতক আসামী হওয়ার পরও সে এলাকায় বীরধপে ঘুরে বেড়াতো। কারণ টাকার বিনিময়ে সে নিজেকে রক্ষা করতো। গত মার্চ মাসে কোটি টাকা খরচ করে রাসেল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। দুঃখের বিষয় হচ্ছে তখনও এই রাসেল মাদক মামলায় অভিযুক্ত পলাতক আসামী।
স্থানীয়রা বলেন যারা তাকে আটক করতে আসে তারাই তার টাকার কাছে বিক্রি হয়ে হয়ে ফিরে যায়। কোটি টাকা খরচ করে তার বিয়ের রাজকীয় অনুষ্টানটি দীর্ঘ একমাস ব্যাপী চলেছিল।
টেকনাফ মডেল থানা সুত্রে জানাযায়, আটক রাসেলের বিরুদ্ধে প্রায় এক ডজন মাদক মামলা রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-