কক্সবাজার জার্নাল রিপোর্ট •
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু থেকে ইজিবাইকচালকের হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মহাসড়কের রামু রাবার বাগান এলাকার পশ্চিম পাশের ঝোপ থেকে বুধবার দুপুর দেড়টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
চালকের নাম জাফর আলম। তার বাড়ি কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের করিম সিকদার পাড়া এলাকায়।
৪৫ বছরের জাফরকে অন্য কোথাও হত্যার পর মহাসড়কের পাশে ঝোপের মধ্যে মরদেহ ফেলে রাখা হয় বলে ধারণা পুলিশের।
কক্সবাজার জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় জাফরের পরণে লুঙ্গি ও শার্ট ছিল। এ ছাড়া তার হাত-পা ও মুখ বাঁধা ছিল। ক্লুলেস এ হত্যার ঘটনা তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, তাকে অন্য কোথাও হত্যার পর এখানে ফেলে রাখা হয়েছে।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-