এবার জমি বিক্রি করে দলীয় নেতাকর্মীদের ঈদ উপহার হিসেবে নগদ টাকা দিয়েছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এমপি।
এ নিয়ে আলহাজ্ব জাফর আলম (এমপি’র) সুযোগ্য সন্তান তানভীর আহমেদ সামাজি যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। যা কক্সবাজার জার্নাল পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হয়েছে।
স্ট্যাটাস :
আশপাশে টাকা-পয়সা তো অনেকেরই আছে। কিন্তু জাফর আলম এমপি’র মতো হৃদয় অল্প কজনেরই হয়। এমপি’র ঐচ্ছিক ফান্ডের ৫ লাখের সাথে জমি বিক্রির ১৫ লাখ টাকা যোগ করে ঈদ উপহার দিতে অনেক বড় মন লাগে। আমার বাবা ছোটখাট হলেও মন অনেক বড়।
ছোটবেলায় শুনেছি, “চিন্তা করিস না, বেটা! অন্যকে দিলে কেউ গরীব হয় না। আমিও হবো না।” সেই ভাবনা নিয়েই তিনি এখনো পথ চলেন। আমরাও তাঁকে উৎসাহ দিই। আল্লাহ, আমার বাবাকে দীর্ঘায়ু দান করুন এবং জীবনের শেষ দিন পর্যন্ত উদার মনে সকলের পাশে থাকার তৌফিক দিন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-