হলদিয়াপালং ৮নং ওয়ার্ড আ’লীগের সভাপতি নির্বাচিত হলেন বাবু ধনঞ্জয় শর্মা

এম,এস রানা, কক্সবাজার জার্নাল •

উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল ও সম্মেলন গত ২৩ এপ্রিল শনিবার সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছে বাবু ধনঞ্জয়।

এর পুর্বে মহাজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের একটি পুর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে টিম প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জননেতা মাহবুবুল আলম চৌধুরী, সদস্য সচিব আবুল কালাম সিকদার, উপজেলা আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, রিয়াজুল হক রিয়াজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবু স্বপন শর্মা রনি, হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসলাম মেম্বার, সাধারণ সম্পাদক ফজল করিম সিকদার, সাবেক মেম্বার বাবু লাল মোহন শর্মা, সাবেক মেম্বার মফিজুল ইসলাম মফিজ, আওয়ামী লীগে নেতা মাহমুদুল হক সিকদার, মুর্শেদুল আলম চৌধুরী, খালেদ হোসাইন সোহেল প্রমুখ।

এদিকে বাবু ধনঞ্জয় শর্মা কে হলদিয়া পালং ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের সভাপতি নির্বাচিত করায় উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দের নিকট চির কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সকলের সাথে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও খবর