আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :
কক্সবাজারের উখিয়ায় ১৬ লাখ ৫০ হাজার নকল টাকার নোটসহ ২ জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
সোমবার দিনগত রাত সোয়া ১২ টার দিকে উখিয়ার লম্বাশিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১/ইস্ট এর এফ/৯ ব্লকের সোনা মিয়া চায়ের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় নকল টাকা বহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
এ তথ্য জানিয়েছেন রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক পুলিশ সুপার মো: নাঈমুল হক (পিপিএম)।
আটকরা হলেন, উখিয়ার মরিচ্যার পশ্চিম হলদিয়া পালং এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে মোঃ রহিম (২৩) ও একই এলাকার ফিরোজ মিয়ার ছেলে সারোয়ার কামাল (১৮)।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক পুলিশ সুপার মো: নাঈমুল হক (পিপিএম) জানান, আটক দুই জনকে বিরুদ্ধে উখিয়া থানায় সোপর্দ ও তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-