টেকনাফে ডিবির অভিযান: সেই আলী ইয়াবা ও আইস নিয়ে ধরা!

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল :


মাদক কারবারে জড়িত টেকনাফ মৌলভী পাড়ার সেই ড্রাইভার মো.আলীকে মাদকের চালানসহ কক্সবাজার ডিবি পুলিশ সদস্যরা আটক করেছে।

এসময় দীর্ঘদিন ধরে মাদক বহনে ব্যবহার হওয়া ঢাকা মেট্রো-চ-৫১-৯০০৮ নাম্বারের মাইক্রোবাসটিও জব্দ করতে সক্ষম হয় তারা।

সে মৌলভীপাড়া মৃত ফজল আহাম্মদ’র পুত্র।

সুত্রে জানাযায়, ডিবি পুলিশের অভিযানিক দল আটক আলীর সীকারোক্তি অনুযায়ি মাইক্রোবাসটি তল্লাশী করে ৭০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

২৫ এপ্রিল (সোমবার) রাত ৯ টার দিকে টেকনাফ বাস স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ওসি) সাইফুল আলম।

আরও খবর