নিজস্ব প্রতিবেদক •
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত উখিয়া ও টেকনাফের শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অফ উখিয়া-টেকনাফ (ডুসাট) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সানজিনা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক আবু রাশেদ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনায় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সাবেক সহকারী এটর্নি জেনারেল এডভোকেট হেলাল উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাঈদ চৌধুরী ভুট্রো, সালাহ উদ্দিন, দুলাল মল্লিক ও ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর সিনিয়র অফিসার মোহাম্মদ আমিনুল হক প্রমূখ।
পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-