গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফ সদর ইউপি রাজারছড়া এলাকার বাসিন্দা মৃত ওমর আলীর পুত্র মো: আলী প্রকাশ মাদু (৫০) নামে এক মাদক ব্যবসায়ী।
বিগত ৪/১২/ ২০১৭ সালে চট্রগ্রামের চাঁদগাঁও থানায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা রুজু হয়েছিল।
এরপর বিজ্ঞ আদালত তাকে উক্ত মামলায় ৮ বছর সাজা প্রদান করে।
এদিকে পুলিশের হাতে আটক হওয়ার ভয়ে সে আত্মগোপনে বসবাস করার জন্য নিজ এলাকা ত্যাগ করে বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকায় গিয়ে আলীসান বাড়ী নির্মান করে ছদ্ধবেশে বসবাস শুরু করে।
দীর্ঘদিন নিজেকে আত্মগোপনে রাখার পরও পুলিশের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারলো না।
অবশেষে ২২ এপ্রিল(শুক্রবার) ভোর রাতের দিকে টেকনাফ থানা কর্মরত চৌকষ পুলিশ বাহীনির সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়েছে।
সাজাপ্রাপ্ত আসামীকে আটক করার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত ওসি তদন্ত আব্দুল আলিম জানান, গোপন সংবাদের মাধ্যমে শুক্রবার দিবাগত ভোর রাতে এসআই সাজ্জাদ সজীব, এসআই হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন পলাতক থাকা ৮ বছরের দন্ডপ্রাপ্ত উক্ত মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।
আটক অপরাধীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হবে বলেও জানান তিনি।###
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-