এক জালেই ধরা পড়ল ১৫ মণ ওজনের ১২০টি লাল কোরাল

নিজস্ব প্রতিবেদক •

বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন চ্যানেলে এক জালে প্রায় ১৫ মণ ওজনের ১২০টি লাল কোরাল মাছ ধরা পড়েছে।

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়ার বাসিন্দা মোহাম্মদ হোসেনের মালিকানাধীন এফবি রহমান নামের ট্রলারে আজ বৃহস্পতিবার মাছগুলো ধরা পড়ে।

একেকটি মাছের ওজন সাড়ে চার থেকে ছয় কেজি পর্যন্ত। এরই মধ্যে মাছগুলো তিন লাখ টাকায় বিক্রি হয়েছে।

ট্রলারের মালিক মোহাম্মদ হোসেন বলেন, ট্রলারটি গতকাল বুধবার বেলা ১১টায় শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ফিশারিজ ঘাট থেকে বঙ্গোপসাগরের উদ্দেশে ছেড়ে যায়। মোহাম্মদ আলী মাঝির নেতৃত্বে নয়জন জেলে ছিলেন ট্রলারটিতে।

গতকাল সন্ধ্যায় মৌলভীর শীল এলাকায় সেন্ট মার্টিন চ্যানেলে ট্রলারটি নোঙর করে জেলেরা জাল ফেলেন। আজ সকাল ১০টার দিকে জাল টানা শুরু করেন জেলেরা। প্রায় দেড় ঘণ্টা ধরে জাল টেনে উঠিয়ে তারা ১২০টি লাল কোরাল পান। পরে মাছগুলো ফিশারিজ ঘাটে নিয়ে এলে ২০ হাজার টাকা মণ দরে ৩ লাখ টাকায় বিক্রি করা হয়।

মৎস্য বিভাগ সূত্র জানায়, কোরাল ও ভেটকি দুই নামেই এ মাছ পরিচিত। তবে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় স্থানীয় লোকজন এই মাছকে রাঙা ছইক্কা বা রাঙাচয় নামে চেনে।

আরও খবর