নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার শহরের কটেজ জুনের সামনে থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে একটি ছুরি ও একটি চাকু উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় এসব তথ্য জানান কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক এএসপি বিল্লাল উদ্দিন।
গ্রেপ্তাররা হলেন-কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডে ঝিরঝিরি পাড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে মো. ওমর ফারুক (২১) ও দরিয়া নগর এলাকার মোহাম্মদ সিরাজের ছেলে মো. ফয়সাল (২০)।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক এএসপি বিল্লাল উদ্দিন জানান, বৃহস্পতিবার ভোররাতে কক্সবাজার পৌরসভার কটেজ জোনের বিপরিত দিকে সাংস্কৃতিক কেন্দ্রের সামনে থেকে দুই যুবককে সন্দেহ হলে তাদের থামতে বলা হয়। তখন তারা না থেমে পালিয়ে যাবার চেষ্টাকালে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে তাদের দেহ তল্লাশী করে একটি ছুরি ও একটি চাকু উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পেশাদার ছিনতাইকারী হিসেবে তারা নিজেদের দোষ স্বীকার করেছে। ছুরি-চাকু রেখে শহরের বিভিন্ন এলাকায় লোকজনকে ভয়ভীতি দেখিয়ে অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-