পেকুয়ায় ৮০ হাজার টাকার জালনোটসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের পেকুয়ায় ৮০টি জালনোটসহ মো. শফি আলম (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের সাবেক গুলদি স্টেশন সংলগ্ন ব্রিজের ওপর এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত শফি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সরকারি ঘোনা গ্রামের মৃত মোজাহের আহমদের ছেলে।

পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ঈদকে সামনে রেখে জালনোট বাজারজাতকারী চক্র সক্রিয় হয়ে উঠার খবরে গোপনে এই অভিযান চালানো হয়।

এ সময় চক্রের অন্যতম সদস্য শফির হেফাজত থেকে হাজার টাকা মূল্যমানের ৮০টি জালনোট জব্দ করা হয়। এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে শফির বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে।

আরও খবর