রোহিঙ্গা শিবিরে হাত বাড়ালেই মিলছে ইয়াবা: মাদক কারবারি ধরাও পড়ছে

নিজস্ব প্রতিবেদক •

রোহিঙ্গা ক্যাম্পে নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার ক্যাম্প-১২ তে অভিযান চালিয়ে ৩হাজার ৮শ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে ৮এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান,১৯ এপ্রিল সন্ধ্যায় ক্যাম্প-১২ এর একটি চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে ক্যাম্প-১০ এর জি-১৫ ব্লকের দিল মোহাম্মদের ছেলে আবদুল আমিন(৪৫) কে ৩হাজার ৮শ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

আরও খবর