কক্সবাজারে কিশোর গ্যাং লিডার মামুন ছুরিসহ আটক

কক্সবাজার অফিস •

কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে একজন কিশোর গ্যাং লিডার আটক করেছে।

মঙ্গলবার দিবাগত রাতে গ্যাং লিডার আব্দুল্লাহ আল মামুনকে আটক করে। মামুন দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার সেলিমের ছেলে এবং কলেজছাত্র রিদুয়ান হত্যা মামলার অন্যতম আসামী ছোটনের বড় ভাই।

তার দেহ তল্লাশী করে ১ টি ড্যাগার উদ্ধার করা হয়।

আরও খবর