মাহাবুবুর রহমান •
আলোর মুখ দেখেনি কক্সবাজার শিশুপার্ক নির্মাণ কাজ। এখনো ফাইল বন্দি হয়ে আছে জেলাবাসীর এই প্রাণের দাবীটি। আদৌ পূর্ণতা পাবে কিনা সেটা নিয়েও আছে যথেস্ট সংশয়।
কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০১৮ সালের ১ জুন শহরের বিয়াম ফাউন্ডেশন সংলগ্ন মাঠে সাইনবোর্ড টাঙ্গানো হলেও এখনো কাজের তেমন কোন অগ্রগতি হয়নি। দ্রুত কক্সবাজারের ভবিষ্যত প্রজন্মের কথা চিন্তা করে একটি পূর্ণাঙ্গ শিশু পার্ক নির্মাণ কাজ শেষ করার দাবী জেলার সর্বস্তরের মানুষের।
‘কক্সবাজার‘ দেশের পর্যটন জেলা। বিশ্বের অন্যতম দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সবাজারে তাই বিশ্ববাসী এই জেলাকে খুবই সমাদরের চোখে দেখে। কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে বিনোদনের জন্য সমুদ্র সৈকত ছাড়া আর তেমন আর কিছুই নেই। দীর্ঘদিন ধরে এই জেলার মানুষের প্রাণের দাবী একটি শিশু পার্কের।
কিন্তু বর্তমানে কক্সবাজারে ব্যাপক উন্নয়ন যজ্ঞের আড়ালে যেন হারিয়ে যেতে বসেছে সেই শিশু পার্কের দাবীটি। ২০১৮ সালের ১ জুন কক্সবাজার জেলা প্রশাসন আনুষ্ঠানিক ভাবে বীচের পাশে আড়াই একর জমিতে শিশু পার্ক নির্মাণের জন্য সাইনবোর্ড স্থাপন করলেও এখনো কাজের কাজ কিছুই হয়নি। সেই থেকে মুখ থুবড়ে পড়ে আছে প্রকল্পটি।
কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জানা গেছে, জমিটি শিশু পার্কের জন্য অনুমোদন করে পাঠানো হলেও কিছু জটিলতা তৈরি হওয়াতে এখনো বুঝিয়ে দেওয়া যায় নি। এদিকে যদি জেলা প্রশাসন জমি দিতে পারে তাহলে পৌরসভা শিশু পার্কটি উন্নয়ন করবে বলে জানান পৌর পরিষদ।
এ ব্যপারে কক্সবাজার জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, দেশের বিভিন্ন জেলাতে শিশু পার্ক আছে শুধু পর্যটন নগরী কক্সবাজারে নেই। আমাদের শিশুদের মানসিক বিকাশের জন্য একটি শিশুপার্ক অপরিহার্য, তাই দ্রæত কক্সবাজারে একটি শিশু পার্ক নিমার্ণের দাবী জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-