বার্তা পরিবেশক •
হোমিও চিকিৎসা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় সার্ক কালচারাল ফোরামের পক্ষ থেকে সম্মাননা পেয়েছেন উখিয়ার কৃতি সন্তান ডাঃ এম এ ফজল।
সোমবার (১৮ এপ্রিল) ঢাকার তোপখানা সেগুনবাগিচাস্থ হোটেল এশিয়ায় সার্ক কালচারাল ফোরামের উদ্যোগে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও এতিমদের মাঝে ঈদবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিলে চিকিৎসা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় স্বীকৃতি স্বরূপ সম্মাননা গ্রহণ করেন তিনি।
উক্ত অনুষ্টানে ফোরামের সভাপতি এটিএম মমতাজুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী।
প্রধান আলোচক ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী এ্যাড. শামসুল হক টুকু এমপি। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন।
সম্মাননা পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ডাঃ এম এ ফজল বলেন, আমার এই সম্মাননা আমার অধ্যক্ষ ডা.আবদুল করিম স্যারকে উৎসর্গ করলাম। এই সম্মাননা নি:সন্দেহে আমাকে আরো অধিক কাজ করতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, ডা. এমএ ফজল বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় সভাপতি, হোমিও চিকিৎসায় ৫১ বছরের অভিজ্ঞ প্রবীণ হোমিও চিকিৎসক আজিজুর রহমান, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এর প্রাক্তন অধ্যক্ষ ও রেক্টর ,মাসিক হোমিও চেতনার সম্পাদক ও প্রকাশক, সাবেক বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সদস্য, প্যারামাউন্ট গ্রুফের চেয়ারম্যান অধ্যক্ষ ডা.আবদুল করিমের প্রিয় শিষ্য এবং অধ্যক্ষ ডা.আবদুল করিমের চেম্বারে দীর্ঘ ৭ বছর ধরে হাতে কলমে হোমিও চিকিৎসা শিখার অভিজ্ঞতা অর্জন করেছেন।
তিনি চট্টগ্রামের চকবাজারে অধ্যক্ষ ডা.আবদুল করিম স্যারের নাম অনুসারে নিজস্ব ক্লিনিক করেছেন এবং তিনি ইতিমধ্যে অনেক জটিল রোগীদের হ্যানিম্যানের প্রকৃত হোমিও চিকিৎসার মাধ্যমে সুস্থ করেছেন।
এদিকে, তিনি অধ্যক্ষ ডা.আবদুল করিম হোমিও ক্লিনিকে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত রোগী দেখেন পাশাপাশি প্রতি শুক্রবারে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত গরীব/অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবাও প্রদান করেন।
এছাড়াও যেকোনো চিকিৎসা সেবা ও পরামর্শের জন্য তার সাথে যোগাযোগ করুন ০১৮৫২৫৫৮০৬০৬ এই নাম্বারে এবং ভিজিট করুন চিকিৎসা বিষয়ক পরামর্শ করতে ভিজিট করুন তাঁর নিজস্ব ওয়েবসাইট drmafazal.com।
তিনি সকলের দোয়া চেয়েছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-