কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে উখিয়ায় আনন্দ মিছিল!

নিজস্ব প্রতিবেদক •

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সভা করেছে উখিয়া উপজেলা ছাত্রদল।

১৮ এপ্রিল (সোমবার) রাত ৯টার দিকে উপজেলা ছাত্রদলের ১নং যুগ্ন আহবায়ক মোরশেদুল হক ভুট্টোর নেতৃত্বে বিশাল একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার ব্যস্ততম স্টেশন কোটবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তোফাইল ফিলিং স্টেশনের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জেলা ছাত্রদল নেতা আরফাত হোসেন চৌধুরী বলেন, সময়োপযোগী এই কমিটি উপহার দেওয়ায় দেশনায়ক তারেক রহমানকে উখিয়া উপজেলার ছাত্রদলের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমরা আশা করছি এই কমিটির সঠিক নেতৃত্বের আন্দোলনের মধ্য দিয়ে এই বর্তমান সরকারের পতন ঘটাবে।

তিনি আরও বলেন, এই কমিটির নেতৃত্বে যে সকল আন্দোলন সংগ্রামের কর্মসূচি ঘোষণা করা হবে উখিয়া উপজেলা ছাত্রদল সফলতার সাথে তা পালন করবে ইনশাল্লাহ।

সমাবেশে অন্যান্যদের উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়কবৃন্দ ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর