চকরিয়ায় ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্রী নিহত, সড়ক অবরোধ ট্রাক জব্দ

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া •

চকরিয়ায় মালবাহী ট্রাকের ধাক্কায় ৯ম শ্রেণির এক স্কুলছাত্রী প্রাণ হারিয়েছে। এঘটনায় দু’ঘন্টা পর্যন্ত সড়ক অবরোধ করে ক্ষুব্ধ শিক্ষার্থীরাসহ স্থানীয় জনগণ। দুর্ঘটনা কবলিত ট্রাক জব্দ করেছে পুলিশ।

সোমবার (১৮ এপ্রিল) সকাল ৯টার দিকে মহেশখালী-চকরিয়া সড়কের লালব্রীজ সংলগ্ন পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিয়া জন্নাত পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঈদমণি এলাকার মমতাজ উদ্দিনের বড় মেয়ে। তার মৃত্যুতে পরিবারের আর্তনাদে আশপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্কুলের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে শোকের ছায়া।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো টমটম যোগে স্কুলে যাচ্ছিল মাহিয়া। এদিন সকালে লালব্রিজ সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে পৌঁছলে বিপরীত দীক থেকে আসা মালবাহি একটি ট্রাক টমটমকে ধাক্কা দেয়। এতে স্কুল ছাত্রী মাহিয়াসহ অন্যন্যা যাত্রীরা ছিটকে পড়ে। পরে গুরুতর আহত মাহিয়াকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে মৃত্যুর খবরের পর জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ লোকজন সড়ক অবরোধ করে। সড়কে টায়ার ও গাছ ফেলে ব্যাড়িকেড দেয়ায় দু’ঘন্টার অধিক সময় পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে আইনী ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতিতে পরিস্থিতি স্বাভাবিক করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

আরও খবর