কক্সবাজার থেকে সস্তায় ইয়াবা কিনে চট্টগ্রামে বিক্রির চেষ্টা, নারী গ্রেপ্তার

চট্টগ্রাম •


কক্সবাজার থেকে কমদামে কিনে চট্টগ্রামে এনে ইয়াবা বিক্রির চেষ্টা করেছিলেন নুরতাজা আক্তার প্রকাশ ফিরোজা (২৬)। কিন্তু যেই শহরে ঢুকল পড়তে হলো পুলিশের খপ্পরে।

শনিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১১টায় নগরীর পাঁচলাইশ থানাধীন শুলকবহর এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৩ হাজার ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে সিএপপি ডিবির উত্তর ও দক্ষিণ বিভাগ।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিআর) শাহাদাত হুসেন রাসেল।

তিনি বলেন, শুলকবহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে সাড়ে ৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে সে জানায়, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো সে কক্সবাজার সদর থানার তারাবনিয়ার ছড়া এলাকার বিভিন্ন উৎস হতে কম দামে সংগ্রহ করেছিল। পরে বিশেষ কৌশলে সেগুলো চট্টগ্রাম শহরে এনে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট বেশি দামে বিক্রয় করার জন্য নিজের দখলে ও হেফাজতে রেখেছিল।

আরও খবর