চট্টগ্রামভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজার প্রকল্পে নিয়োগ দেবে। আগ্রহীরা ই-মেইল, অনলাইন বা ডাকযোগে আবেদন করতে পারবেন।
পদের নাম: প্রজেক্ট ম্যানেজার।
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজি, পাবলিক হেলথ, সমাজবিজ্ঞানে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
জাতীয় বা আন্তর্জাতিক সংস্থার একই ধরনের প্রজেক্টে অন্তত সাত বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত তিন বছর সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাকটিভ হেলথ (এসআরএইচ), প্রিভেনশন অব জেন্ডার বেসড ভায়োলেন্স (জিবিভি) প্রকল্পে ম্যানেজিং, কো–অর্ডিনেটিং ও বাস্তবায়নে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ফটোগ্রাফির দক্ষতা থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন: ১,০৩,৮৮৯ টাকা। এ ছাড়া উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ও যোগাযোগ ভাতা দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা ই-মেইল, অনলাইন বা ডাকযোগে আবেদন করতে পারবেন।
সিভি পাঠাতে হবে career.prottyashi@gmail.com এই ঠিকানায়। অথবা কাভার লেটার, সদ্য তোলা ছবিসহ সিভি ডাকযোগেও পাঠানো যাবে।
ডাকযোগে আবেদন পাঠানোর ঠিকানা: হিউম্যান রিসোর্স ম্যানেজার, প্রত্যাশী হেড অফিস, সৈয়দ বাড়ি, ৯০৩/এ, ওমর আলী মাতব্বর রোড (বহদ্দার বাড়ির কাছে), চান্দগাঁও, চট্টগ্রাম-৪২১২।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-