উখিয়ায় ‘মধ্যস্থতা বিষয়ক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত

বার্তা পরিবেশক •

কক্সবাজারের উখিয়ায় “সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সকলের অংশগ্রহণ নিশ্চিত হোক” এই শ্লোগানকে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা একলাব এর উদ্যোগে মধ্যস্থতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

১৮ এপ্রিল (সোমবার) সকাল ১০টায় উখিয়া প্রেস ক্লাবের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্টানে বক্তারা বলেন, মধ্যস্থতা একটি গতিশীল, কাঠামোগত, ইন্টারেক্টিভ প্রক্রিয়া যেখানে একটি নিরপেক্ষ তৃতীয় পক্ষের বিশেষ যোগাযোগ এবং আলোচনা কৌশল ব্যবহারের মাধ্যমে দ্বন্দ্ব নিরসনের জন্য বিভিন্ন মাধে পরিচালনা করে।

তারা আরও বলেন, একজন মধ্যস্থতাকারী উভয় পক্ষের মধ্যে যোগাযোগের মাধ্যমে খোলামেলা ভাবে সংলাপে বসেন এবং উভয়পক্ষের বিষয় এবং প্রাসঙ্গিক মান বিশ্লেষণ করে নির্দেশনামূলক পরামর্শ প্রদান করে দ্বন্দ্ব নিরসন করেন।

উক্ত প্রশিক্ষণে শিক্ষক, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, পঞ্চায়েত প্রতিনিধি, যুব সংগঠন প্রতিনিধি ও সামাজিক নেতৃবৃন্দসহ প্রায় ৩০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।