নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়ার ব্যস্ততম বাণিজ্যিক স্টেশন কোটবাজার কাঁচাবাজার ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করছে ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানান,সম্প্রতি একটি মহল কোটবাজারের শান্ত পরিবেশ কে অশান্ত করতে মরিয়া হয়ে উঠেছে। চৌধুরী পাড়ার রমিজ তার কোম্পানির পণ্য না নেওয়ায় ব্যবসায়ী বোরহানের উপর হামলা করে। এতে স্থানীয় মফিজ হামলার ঘটনা সমাধানের চেষ্টা করলে পূণরায় তার উপরও হামলা করে ১০/১২ জন দুর্বৃত্তরা।
কোটবাজার কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হারুন জানান,ব্যবসায়ী বোরহানের উপর হামলার প্রতিবাদে দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে।
রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন। অনতিবিলম্বে হামলাকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করে ব্যবসায়ীদের মালামালের ক্ষতি পূরণ না করলে কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-