আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
বৃষ্টিতে পানিতে ভেজা রাস্তায় বিটুমিন দিয়ে কাজ করায় মরিচ্যা-পাগলিরবিল গ্রামে চলা রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী।
১৪ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেলে সরেজমিনে পাগলিরবিল গিয়ে তিনি এ কাজ বন্ধ করে দেন।
জানা যায়, পহেলা বৈশাখের প্রথম দিনে দুপুরের পর বৃষ্টি হলে রাস্তা ভিজে যায়। কিন্তু ভেজা রাস্তা না শুকোনো পর্যন্ত অপেক্ষা করেনি কন্ট্রাক্টর। তিনি তড়িঘড়ি করে রাস্তায় বিটুমিনের কাজ করছে-এমন অভিযোগ পেয়ে হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী গতকাল বিকেলে ঘটনাস্থলে যান।
এসময় তিনি বৃষ্টির পানিতে ভেজা সড়কের রাস্তায় বিটুমিন দিয়ে কাজ করার সরাসরি প্রমাণ মিলে চেয়ারম্যানের কাছে। এ কারণে তিনি কাজ বন্ধ রাখার নির্দেশ দেন এবং সুন্দরভাবে কাজ করার পরামর্শ দেন।
এ বিষয়ে হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, পহেলা বৈশাখ দুপুরের পর বৃষ্টি হতে থাকে, এসময় বৃষ্টির পানিতে ভেজা মরিচ্যা- পাগলীরবিল সড়কে রাস্তায় বিটুমিন দিয়ে কাজ করছিলো কন্ট্রাকটার। কিন্তু ভেজা রাস্তায় কাজ করলে কদিন পরেই নষ্ট হয়ে যাবে। তাই বৃষ্টি পানি না শুকানো পর্যন্ত উপজেলা প্রকৌশলীর সাথে পরামর্শ করে কাজ বন্ধ রাখা হয়েছে।
এদিকে, চেয়ারম্যানের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাগলীরবাসী।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-