বিশেষ প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ইউপি সদস্য এম মনজুর আলমকে কারাগারে প্রেরণের প্রতিবাদ ও মুক্তির দাবীতে মানববন্ধন ও পথসভা করেছে স্থানীয় রাজনৈতিক নেতা, সাধারণ মানুষ ও মরিচ্যা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দরা।
বৃহস্পতিবার(১৪ এপ্রিল) দুপুরে মরিচ্যা স্টেশনে অনুষ্ঠিত মানববন্ধন ও পথসভায় হলদিয়াপালং ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নজির আহমদ,হলদিয়াপালং ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জয়নাল উদ্দিন বাবুল, উখিয়া বৌদ্ধ সমিতির সভাপতি মিলন বড়ুয়া, হলদিয়াপালং ইউনিয়ন যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক গিয়াস ডন,ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি জসিম উদ্দিন, হলদিয়াপালং ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও হলদিয়া পালং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সভাপতি সাইফুল্লাহ সিকদার, মরিচ্যা বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নজীর সওদাগর, সাংগঠনিক সম্পাদক মৌলভী আবুল হোসাইন ,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সোহেল রানা,খেলোয়াড় শেখ জামাল, শেখ কামাল, হেলাল উদ্দিন, সাইফুল ইসলাম, মনজুর আলম মেম্বারের কর্মী-সমর্থক ও শত শত নারীসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন,”মনজুর আলম মেম্বার দুইবারের নির্বাচিত ইউপি সদস্য। সম্প্রতি হলদিয়া পালং ইউনিয়নে নির্বাচনের পর থেকে ব্যবসায়ীদের নানাভাবে হয়রানির প্রতিবাদ করায় দিন দিন মনজুর মেম্বারকে নানাভাবে ঝামেলার জড়ানোর পায়তারা করা হয়েছে এবং শেষমেশ মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে।
হলদিয়ার চেয়ারম্যানের সুগভীর ষড়যন্ত্র দাবী করে বক্তারা বলেন,”মিথ্যা মামলায় অবৈধ ভাবে মরিচ্যার জনসাধারণের মণিকোঠাকে কারাগারে প্রেরণ করে মরিচ্যার ইতিহাসের এক কালো অধ্যায়ের সূচনা করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার ষড়যন্ত্রমুলক মামলায় দুইবারের নির্বাচিত ইউপি সদস্যকে কারাগারে আটকে রাখা যাবেনা।
অবিলম্বে মেম্বারের মুক্তির ব্যবস্থা না করলে এর পরিণতি আপনার জন্য মঙ্গলজনক হবেনা। চেয়ারম্যান মনে করেছিল মনজুর মেম্বারকে সাজা দিয়ে তার বিরুদ্ধে অপপ্রচারের সুযোগ সৃষ্টি করতে। কিন্তু না অবৈধ সাজার প্রতিবাদে মরিচ্যাবাসী মনজুর মেম্বারের পক্ষে তাদের সুসংহত অবস্থান ব্যাক্ত করেছে।”
বক্তারা আরও বলেন,”মরিচ্যার জনতার নেতা মনজুর মেম্বারের বিরুদ্ধে এ অবৈধ রায় প্রত্যাখ্যান করে মেম্বারের মুক্তির দাবীতে রাজপথে নেমে এসেছে শত শত নারী ও সাধারণ জনতা। যা মনজুর মেম্বারের জনপ্রিয়তা কেমন তা প্রমাণ করে। মানুষের ধৈর্য্যের বাঁধ ভাঙ্গার আগেই মনজুর মেম্বারের মুক্তির ব্যবস্থা না করলে চেয়ারম্যানকে চড়া মুল্য দিতে হবে।”
উল্লেখ্য, কক্সবাজার আদালতে একটি মামলায় জামিন আবেদন করলে গতকাল বুধবার আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এরপরে গতকাল রাতে মরিচ্যা বাজারের সর্বস্তরের জনসাধারণের মাঝে ক্ষোভ বিরাজ করছে। যার ফলস্বরূপ মিছিল,মানববন্ধন ও পথসভা করে তার মুক্তির দাবি জানায় জনসাধারণ। অন্যথায় কঠোর কর্মসূচির হুশিয়ারী উচ্চারণ করেন কর্মী সমর্থকরা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-