উখিয়ায় দু’টি অবৈধ স’মিল উচ্ছেদ!

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :

উখিয়ায় উপজেলা প্রশাসনের অভিযানে রাজাপালংয়ের দুটি স’মিল উচ্ছেদ করা হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরের দিকে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজ উদ্দিন এ অভিযান পরিচালনা করেন।

সরেজমিনে দেখা যায়, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাজ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২টি অবৈধ করাত কলের চোরাই কাঠ চিরাই মেশিন ও করাতকলে ব্যবহৃত অবৈধ যন্ত্রাংশ জব্দ করতে সক্ষম হয়। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি।

অভিযান পরিচালনার সময় উখিয়া রেঞ্জ অফিসার গাজী শফিউল আলম, ওয়ালাপালং বিট কর্মকর্তা ও থাইংখালি বিট কর্মকর্তা রাকিব হোসাইন রাজু সহ অন‍্যান‍্য স্টাফ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজ উদ্দিন জানান,রাজাপালং মাদ্রাসা সংলগ্ন এলাকায় একটি সিন্ডিকেট অবৈধ সমিল বসিয়ে চোরাই কাঠ চিরাই করে আসছিল দীর্ঘদিন থেকে। যার প্রেক্ষিতে অভিযান চালিয়ে ২টি সমিল উচ্ছেদ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ সমিলের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে তিনি জানান এবং পর্যায়ক্রমে সকল অবৈধ স’মিল উচ্ছেদ করা হবে বলে জানা যায়।

এদিকে অনুসন্ধানে জানা যায় অবৈধ স’মিল গুলো জাফর আলমের পুত্র মোঃ মিজান ওরফে শেখ মিজান, আলী আকবরের পুত্র কাশেম মিস্ত্রি, দিলু হোসেনের পুত্র মোঃ
সৈয়দ, মোর্শেদ, শীর্ষ মাদক কারবারি কবির আহমদ, বাবুল, সুলতান ওরফে মিডা সুলতানের নেতৃত্বাধীন ১৪ জনের বিশাল একটি সিন্ডিকেট।

আরও খবর