অবৈধ সম্পদ অর্জন মামলায় প্রদীপ-চুমকির বিরুদ্ধে আরও দু’জনের সাক্ষ্যগ্রহণ

 

অবৈধ সম্পদ অর্জন মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে আরো দু’জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

তারা হলেন- কক্সবাজার ও চট্টগ্রাম সদর সার্কেলের তৎকালীন সাব-রেজিস্ট্রার শাহ আশরাফ উদ্দীন ও জাহাঙ্গীর আলম। আজ চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মুন্সি আব্দুল মজিদের আদালত তাদের সাক্ষ্যগ্রহণ করেন।

এ নিয়ে এ মামলায় মোট ১৩ জনের সাক্ষগ্রহণ সম্পন্ন হয়েছে। দুদক পিপি মাহমুদুল হক আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ১৯ এপ্রিল পরবর্তী সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

গত বছরের ১৫ ডিসেম্বর প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের এ মামলায় চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ হয়। এর আগে গত বছরের ৭ নভেম্বর মহানগর দায়রা জজ আদালত থেকে প্রদীপ-চুমকির এ মামলা বিভাগীয় বিশেষ জজ আদালতে বিচারের জন্য বদলি করা হয়।

তারও আগে গত বছরের ২৮ জুলাই আদালতে চার্জশিট দাখিল হয়।

আরও খবর