রোহিঙ্গাদের থেকে কমদামে ইয়াবা কিনে কক্সবাজার থেকে চট্টগ্রামে বেচতেন তারা

চট্টগ্রাম •

চট্টগ্রামের বাকলিয়া থানাধীন নতুন ফিশারিঘাট এলাকা থেকে এক হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই তরুণকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

সোমবার (১১ এপ্রিল) তারা গ্রেফতার হয়।

গ্রেফতাররা হলেন- কক্সবাজারেরর টেকনাফ থানাধীন জাদীমুরা দক্ষিণ পাড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে জাকারিয়া (২০) ও মৃত হাবিবুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (২০)।

নগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, নগর গোয়েন্দা দক্ষিণ বিভাগের একটি টিম রোববার দিবাগত রাত পৌনে ১১টার দিকে নতুন ফিশারিঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবা কারবারি দুই তরুণকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে এক হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গোয়েন্দা পুলিশ জানিয়েছে, জাদিমুরা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এক রোহিঙ্গা নাগরিকের কাছ থেকে কম দামে সংগ্রহ করে বিশেষ কৌশলে চট্টগ্রাম শহরে এনে ইয়াবা বিক্রি করতেন এই তরুণরা। তাদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা হয়েছে।

আরও খবর