রোহিঙ্গা শিবিরে আধিপত্য নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ২

উখিয়া প্রতিনিধি •

ফাইল ছবি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে দুই রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার কুতুপালং শিবিরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম। তিনি তাৎক্ষণিকভাবে গুলিবিদ্ধদের পরিচয় জানাতে পারেননি।

পুলিশ সুপার শরীফুল ইসলাম বলেন, রাত আটটার দিকে কুতুপালং ক্যাম্প-২ ওয়েস্টে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেই সঙ্গে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান তিনি

আরও খবর