কক্সবাজার সদর যুবলীগ থেকে অব্যাহতি পেলেন যারা

প্রেস বিজ্ঞপ্তি :

বাংলাদেশ আওয়ামী যুবলীগের গঠনতন্ত্র ও নীতি বিরোধী কার্যকলাপের পাশাপাশি বিগত ৭ এপ্রিল কক্সবাজার সদর উপজেলাধীন পি.এম.খালীর আলোচিত মোরশেদ আলী হত্যাকান্ডে সম্পৃক্ত থাকার অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজার সদর উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল মালেক ও সাংগঠনিক সম্পাদক আক্কাস উদ্দিন-কে স্ব-স্ব পদবী হতে অব্যাহতি দেয়া হয়েছে।

একই সাথে বাংলাদেশ আওয়ামী যুবলীগ পি.এম. খালী ইউনিয়ন শাখার সভাপতি আরিফ-কেও ইউনিয়ন যুবলীগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।যেহেতু পি.এম.খালী ইউনিয়ন কমিটি পূর্নাঙ্গ অনুমোদিত নাই, সেহেতু ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

১২ এপ্রিল (মঙ্গলবার) কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর ও সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল- স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।

আরও খবর