নিজস্ব প্রতিবেদক •
উখিয়া থানা বহুমুখী মটর চালক সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী কমিটির নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বিকেলে কোটবাজারে সমিতির কার্যালয়ে শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এসময় নবনির্বাচিত সভাপতি শাহজাহান,সহ সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক নুরুল হক নুরু, সিনিয়র সদস্য আইয়ুব আলী, খাইরুল হক ও মনজুর আলমকে শপথবাক্য পাঠ করান উপজেলা সমবায় কর্মকর্তা সলিম উল্লাহ।
শপথগ্রহণ শেষে সমিতির কার্যকরী কমিটির মঙ্গল কামনায় দোয়া কামনা করা হয়। এসময় মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফয়েজ উল্লাহ।
পরে শপথ নেওয়া কমিটির নেতৃবৃন্দরা স্বাক্ষর করে আগামী তিন বছরের জন্য নির্বাচিত হয়েছে মর্মে শপথ বাক্যের কপিতে স্বাক্ষর করেন।
শপথ গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক নুরুল হক নুরু জানান,‘সকলের সঙ্গে মিলে মিশে আমি উখিয়া থানা বহুমুখী মটর চালক সমবায় সমিতি লিমিটেডের উন্নয়ন করতে চাই।
তিনি আরও বলেন, সমিতির সদস্যরা যাতে কোন রূপ ভোগান্তির শিকার না হন তিনি সে চেষ্টা চালাবেন। তিনি তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সমিতির সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন
উল্লেখ্য, গত ৮ এপ্রিল সমিতির সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ভোটে কার্যকরী কমিটি গঠিত হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-