আতিকুর রহমান মানিক •
কক্সবাজারের ঈদগাঁওতে ছুরিকাঘাতে তারেকুল ইসলাম (১৭) নামের যুবক নিহত হয়েছে।
সোমবার (১১এপ্রিল) ভোর রাতে ইসলামাবাদ ইউনিয়নের খোদাই বাড়ী এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন দোকানে এ ঘটনা ঘটে।
নিহত তারেকুল ইসলাম ইসলামাবাদ ইউনিয়নের ওয়াহেদর পাড়া এলাকার মৃত ছগির আহমদের ছেলে।
প্রাপ্ত তথ্যে প্রকাশ, দীর্ঘদিন যাবত তারেক উক্ত এলাকার দিবা ব্রিক ফিল্ডের পশ্চিমপার্শ্বে একটি দোকান করে আসছিল। সোমবার ভোররাতে সেহরি খেয়ে সে ফজরের নামাজের জন্য মসজিদের উদ্দেশ্য ঘর থেকে বের হয়।
এরপরই সে ছুরিকাঘাতে খুনের শিকার হয়।
স্থানীয় ইউপি সদস্য আবদু শুক্কুর জানান, ভোর রাতে তার দোকানের সামনে এ ঘটনা ঘটে। পথচারীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের শরীরের তিন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
ঘটনাস্থল পরিদর্শনকারী ঈদগাঁও থানার এসআই শামীম জানান, পুর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত এ খুনের প্রকৃত রহস্য কি মন্তব্য করা যাচ্ছে না।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-