ডেস্ক রিপোর্ট •
কুমিল্লায় র্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলির ঘটনায় ৮ জনকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে র্যাব সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলো- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দেলোয়ার হোসেন, মো. সাইফুল ইসলাম, মো. রবিউল হাসান, নীলফামারীর মো. সাইদুল ইসলাম, মো. হযরত আলী, মো. মশিউর রহমান, মো. সবুজ ইসলাম, মো. শরীফ মিয়া।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন ইউনিয়নের লালবাগ এলাকা দিয়ে মাদকের বড় চালান পার হবে এমন সংবাদের ভিত্তিতে র্যাব ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় ২০-২৫ জন মাদক ব্যবসায়ী কাঁধে বস্তা নিয়ে মাঠ দিয়ে যাচ্ছে। ঐ সময় র্যাব সদস্যরা তাদের থামতে বললে কয়েকজন দৌড়ে পালিয়ে যায় এবং বাকিরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে।
এ ঘটনায় র্যাব সদস্য কর্পোরাল মো. রুবেল গাজীসহ চার জন গুলিবিদ্ধ হন। পরে ঐ ঘটনায় ১২ জনকে আসামি করে কুমিল্লার সদর দক্ষিণ থানায় মামলা করে র্যাব। মামলার পর অভিযান চালিয়ে সন্দেহভাজন ৮ জনকে আটক করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও র্যাব জানিয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-