কক্সবাজারে বাসের ধাক্কায় প্রাণ গেলো কলেজ শিক্ষার্থীর!

শাহেদ মিজান •

কক্সবাজার সদরের ঝিলংজায় স্বাধীন ট্রাভেলস এর বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী থামোহাম্মদ সোয়াত (১৮)নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

রোববার (১০এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা বাংলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে । এতে আরো কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

নিহত কলেজ ছাত্র কক্সবাজার সিটি কলেজের এইসএসসি পরিক্ষর্থী বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেন ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান জানান, সকালে কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমূখী স্বাধীন পরিবহণের একটি যাত্রীবাহী বাস সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সোয়াদ হোসেন মারা যায়। এসময় আরো কয়েকজন গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও খবর