কক্সবাজার জার্নাল ডটকম •
কক্সবাজারের উখিয়ায় ৫ হাজার ইয়াবাসহ ২ রোহিঙ্গাকে আটক করেছে ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলেন- ১৯ নম্বর ক্যাম্পের ১৫/সি ব্লকের মৃত হাকিম আলীর ছেলে শফি আলম (৪৫) ও ১১ নম্বর ক্যাম্পের ৩/সি ব্লকের মৃত সৈয়দ আহম্মদের ছেলে বশর (৩২)।
শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করে ৮-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, শুক্রবার সকাল সাড়ে ৯ টায় ক্যাম্প-১৯, সি/১৫ ব্লকে ধৃত শফি আলমের বসতঘরে অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ ২ জন রোহিঙ্গাকে আটক করা হয়। যার ইয়াবার মূল্য ১৫ লক্ষ টাকা।
তিনি আরও জানান, পরবর্তীতে তাদেরকে আটক করে জব্দকৃত আলামতসহ তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। ইয়াবাসহ আটক ২ রোহিঙ্গাকে উখিয়া থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-