কক্সবাজারে অস্ত্র ও ইয়াবা নিয়ে প্যানেল চেয়ারম্যান পুত্রসহ আটক

চকরিয়া প্রতিনিধি •

কক্সবাজারের চকরিয়ার অভিযান চালিয়ে ১৯ হাজার ৮শ পিস ইয়াবা ও দেশীয় তৈরি লোহার অস্ত্রসহ পিতা-পুত্রকে আটক করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব -১৫।

শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এবং আটককৃতরা হলেন, চকরিয়ার সাহারবিল ইউনিয়নের উমখালী রামপুর এলাকার মৃত দুলা মিয়ার পুত্র আজিজুল হাকিম (৫০) ও তার ছেলে রহমত উল্যাহ (২৪)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়ার সাহারবিল এলাকায় অভিযান চালিয়ে আজিজুল হাকিম সোনামিয়া ও তার ছেলে রহমত উল্লাহকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১৯ হাজার ৮শ ইয়াবা ও দেশীয় তৈরি লোহার অস্ত্র উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, আটক আজিজুল হাকিম সাহারবিল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন।

আরও খবর