টেকনাফে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যা করলো স্ত্রী!

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •

স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনের কলহের ঘটনার জের ধরে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে নির্মম ভাবে হত্যা করলো স্ত্রী।

সূত্রে জানা যায়, ৮ এপ্রিল (শুক্রবার) দুপুরের দিকে টেকনাফের হোয়াইক্যং উনচিপ্রাং ঘটনাটি সংঘটিত হয়। নিহতের নাম সৈয়দুর রহমান (৩২)। সে ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা হামিদুর রহমানের পুত্র।

এ ঘটনায় হত্যাকারী রোহিঙ্গা নারী সাজিদা বেগমকে (২৩) আটক করতে করতে সক্ষম হয়েছে পুলিশ।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে আর্মড পুলিশ ব্যাটালিয়নের ১৬ (এপিবিএন) অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম জানিয়েছেন, দাম্পত্য কলহের জেরে শুক্রবার দুপুরে উনচিপ্রাং ক্যাম্পের বাসিন্দা সৈয়দুর রহমানকে ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী দা দিয়ে কুপিয়ে জখম করে।

এ সময় চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ক্যাম্পের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আহত ব্যাক্তিকে মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যার অভিযোগে ওই রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। এ সময় দারালো একটি লম্বা দা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন সংঘটিত ঘটনার সাথে অভিযুক্ত আটক নিহতের স্ত্রী রোহিঙ্গা নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।
উদ্ধার হওয়া নিহতের লাশটি ময়নাতদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও খবর