কক্সবাজার জার্নাল ডটকম •
কক্সবাজারের শফিউল আজিমকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। গত বুধবার (৬ এপ্রিল) পদোন্নতির আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রশাসনে ৯৪ জন যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে ৯১ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে তাদের পদায়ন করা হয়নি। পদোন্নতি পাওয়া বাকি ৩ জন বিদেশে বাংলাদেশের মিশন ও দূতাবাসে কর্মরত রয়েছেন।
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিতে ১৫তম ব্যাচকে মূল ব্যাচ হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে। একইসঙ্গে এর আগের ব্যাচগুলোর বঞ্চিতরাও অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে।
পদোন্নতি পাওয়া শফিউল আজিম কক্সবাজার পৌর এলাকার ৪নং ওয়ার্ডের মাঝের ঘাট এলাকার বাসিন্দা। তাঁর পিতা প্রয়াত চিকিৎসক আজিম উদ্দিন আহমদ। তিনি মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্ম সচিব (বিধি ও সেবা) পদে বর্তমানে নিয়োজিত আছেন। পদোন্নতিপ্রাপ্ত শফিউল আজিম কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৮৫ সালের এসএসসি ব্যাচের কৃতি ছাত্র। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
বিসিএস (প্রশাসন) ১৫তম ব্যাচের একজন ক্যাডার তিনি। শফিউল আজিমের স্ত্রীও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতকোত্তর ডিগ্রিধারী। তাদের দাম্পত্য জীবনে এক মেয়ে সন্তান রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-