নিজস্ব প্রতিবেদক •
রেজুখালের মোহনায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে জাফর আলম প্রকাশ মীর জাফর নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত ওমর আলীর ছেলে।
৭ এপ্রিল বিকেলে পানিতে ডুবার দীর্ঘ প্রায় ৯ ঘন্টা পর বৃহস্পতিবার দিবাগত রাতে তার লাশ কিনারায় ভেসে উঠে বলে স্বজনরা জানায়।
স্থানীয় সেলিম নামে একজন জানিয়েছেন, মাছ ধরতে গিয়ে নিখোঁজ জাফরের মরদেহ প্রায় ৯ ঘন্টা পর ভেসে উঠেছে।
বিষয়টি নিশ্চিত করে হলদিয়াপালং ৭নং ওয়ার্ডে ইউপি সদস্য শাহজাহান চৌধুরী বলেন, উনি সম্পর্কে আমার চাচা হয়।
আজ শুক্রবার সকাল ১১টায় সময় দরগাহমোরা কবরস্তানে তার জানাজা অনুষ্ঠিত হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-