কক্সবাজারে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি :


কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে কথা কাটাকাটিকে কেন্দ্র করে সন্ত্রাসীদের এলোপাথাড়ি ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মো: জাহাঙ্গির (২২) সে পিএমখালী ৪ নং ওয়ার্ডের পশ্চিম জুমছড়ি এলাকার ছৈয়দুল হকের ছেলে।

৪ এপ্রিল সন্ধ্যায় নিহত জাহাঙ্গীর বাজার থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে অবস্হা আশংকাজনক হওয়ায় ৫ এপ্রিল তাকে চট্টগ্রাম নিয়ে গেলে সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের চাচা এডভোকেট সিরাজুল ইসলাম জানান,কিছুদিন আগে সামান্য বিষয় নিয়ে জাহাঙ্গীর ও একই এলাকার ছৈয়দ করিমের দুই ছেলে আলমগীর ও আলাউদ্দিন এর সাথে কথা কাটাকাটি হয়। সেই কথাকাটির জের ধরে ৪ এপ্রিল সন্ধ্যায় স্থানীয় জাহাঙ্গিরের দোকানের সামনে প্রকাশ্য ছৈয়দ করিম ও তার দুই ছেলে আলমগীর, আলাউদ্দিন এবং ছৈয়দ আকবর ও মোঃ ইউসুফ সহ ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সংঘবদ্ধ হামলা করে জাহাঙ্গিরকে ছুরিকাধাত করে। এ সময় তারা উপর্যোপরি ১০ টি ছুরিকাঘাত করে। এতে প্রচুর রক্তক্ষরণ হলে প্রথমে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তারা চমেকে রেফার করে। সে অনুযায়ী চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ৫ এপ্রিল সন্ধ্যায় ৫ টার কিছুর পরে তার মৃত্যু হয়।

এদিকে নিহত জাহাঙ্গীর এর মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে এবং নিহত জাহাঙ্গীর এর পরিবার তাদের ছেলের হত্যাকারীদের গ্রেপ্তার পূর্বক কঠিন শাস্তির দাবি জানিয়েছেন।অন্যদিকে তার মৃত্যু নিয়ে এলাকার জনপ্রতিনিধি সহ এলাকাবাসী ক্ষোভ প্রকাশ সহ হত্যাকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়ার দাবি জানিয়েছেন।

বুধবার (৭এপ্রিল)রাত ১০ টায় জুমছড়ি খেলার মাঠে নিহত জাহাঙ্গীরের নামাজে জানাজা সমাপ্তি শেষে জুমছড়ি কবরস্থানে দাফন করা হয়।

আরও খবর