নিজস্ব প্রতিবেদক :
উখিয়া উপজেলার ক্রিকেটারদের অনুশীলনের জন্য পিচ নির্মানের দাবি জানিয়েছেন হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে ও উপজেলা ক্রীড়াসংস্থার সহ সভাপতি ইমরুল কায়েস চৌধুরী।
আজ ৬ এপ্রিল উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে জাতিয় ক্রীড়া দিবসের আলোচনা সভায় তিনি এই দাবি জানান।
আন্তর্জাতিক ও জাতিয় ক্রীড়া দিবস উপলক্ষে উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শাহীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসেন সজিব।
এসময় হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, উখিয়াতে অনেক প্রতিভাবান ক্রিকেটার থাকলেও তাদের অনুশীলনের জন্য কোন মাঠ বা পিচ নেই। অনুশীলনের অভাবে উখিয়ার প্রতিভাবান ক্রিকেটারা পিছিয়ে পড়ছে। তাই উখিয়া উপজেলায় ক্রিকেটারদের অনুশীলন জন্য দ্রুত একটি পিচ ও মাঠ তৈরির দাবি জানান।
এই সময় আরো বক্তব্য রাখেন উখিয়া উপজেলা স্বাস্খ্য কর্মকর্তা ডাঃ রন্জন বড়ুয়া, উখিয়া থানার ইনেসপেক্টর তদন্ত গাজী মোঃ সালাউদ্দিন, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-