কক্সবাজার জার্নাল প্রতিবেদক •
বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন কর্তৃক পৃথক অভিযানে ২ কোটি ৫৫ লক্ষ টাকার ৮৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে।
কক্সবাজার ব্যাটালিয়ন(৩৪ বিজিবি) জানায়,ঘুমধুম বিওপির সদস্যগণ ৪ এপ্রিল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে ঘুমধুম সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে।
উক্ত সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপি’র টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৩২ হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ পশ্চিম দিকে উখিয়া উপজেলাধীন ৫নং পালংখালী ইউপির কাষ্টমস মোড় নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে।
পরবর্তীতে সন্ধা সাড়ে ৭ টায় কতিপয় ইয়াবা পাচারকারীরা সীমান্ত হতে পায়ে হেটে বাংলাদেশে আসার প্রাক্কালে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা বিজিবি টহলদলের উপস্থিতি আঁচ করতে পেরে সশস্ত্র মাদক চোরাকারবারীরা অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে।
এসময় বিজিবি টহলদলও চোরাকারবারীদের লক্ষ্য করে পাল্টা ফায়ার করলে চোরাকারবারীরা জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে টহলদল ঘটনাস্থল থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ৭০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
যার বাজার মূল্য ২ কোটি ১০ লক্ষ টাকা।
এছাড়াও রেজুপাড়া বিওপি’র সদস্যগণ উখিয়ার ৪নং রাজাপালং ইউপির চাকবৈঠা নামক স্থানে মাদক ব্যবসায়ী মোঃ আলমগীর(৩৩) এর বাড়ি তল্লাশী করে ১৫ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।
জব্দকৃত ইয়াবার বাজার মূল্য-৪৫ লক্ষ টাকা। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে ৩৪ বিজিবি জানিয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-