উখিয়ার মাস্টার কামাল উদ্দিন আর নেই!

সংবাদ বিজ্ঞপ্তি •

উখিয়ার জালিয়াপালং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামাল উদ্দিন মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুর ৩টায় চট্টগ্রামের রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্নানিল্লাহে…. রাজেউন)।

তিনি উপজেলার ভালুকিয়া কালারপাড়া এলাকার বদিউল আলমের বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

কর্মজীবনে তিনি একজন সফল শিক্ষক হিসেবে জালিয়াপালং উচ্চ বিদ্যালয়ে কর্মরত ছিলেন এবং কামাল স্যার নামে পরিচিত ছিলেন। তার তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আগামীকাল সকাল ১০টার তেলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মরহুমের জানাযার নামায অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এদিকে, মাস্টার কামাল উদ্দিনের মৃত্যুতে কক্সবাজার জার্নাল পরিবার গভীরভাবে শোকাহত।

এক শোক বার্তায় কক্সবাজার জার্নাল ডটকমের  উপদেষ্টা সম্পাদক রাসেল চৌধুরী, সম্পাদক আবদুল্লাহ আল আজিজ, নির্বাহী সম্পাদক গিয়াস উদ্দিন ভূলু ও সকল সদস্যবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের বিদেহী আত্নার শান্তি কামনা করেছেন।

আরও খবর