কক্সবাজার জার্নাল ডেস্ক:
নাগরিকদের জন্মনিবন্ধন সনদ পেতে হয়রানি বন্ধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার বিভাগের রেজিস্ট্রার জেনারেলসহ (জন্ম ও মৃত্যু নিবন্ধন) মোট চার জনকে এ নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার (৪ এপ্রিল) রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ এই নোটিশ পাঠান।
নোটিশে ‘জন্মনিবন্ধন সনদ নিয়ে চরম ভোগান্তিতে নাগরিকরা’ এবং ‘জন্ম সনদ: বাংলাদেশে কয়েক কোটি মানুষের জন্ম নিবন্ধন তথ্য সার্ভারেই নেই’ শিরোনামে বেশ কয়েকটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে।
নোটিশে কয়েক কোটি মানুষের জন্মনিবন্ধন তথ্য সার্ভারেই নেই— এমন অভিযোগ অনুসন্ধান বা তদন্তের জন্য আগামী পাঁচ দিনের মধ্যে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
তবে নোটিশ অনুসারে পদক্ষেপ গ্রহণ না করলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
বাংলা ট্রিবিউন
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-