জনপ্রতিনিধির আড়ালে মাদকের কারবার কামালের, ধরলো র‍্যাব: মিললো ৪০ হাজার ইয়াবা

তাওহীদুল ইসলাম রাপী •

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক ইউপি সদস্যকে আটক করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব ১৫।

৪ এপ্রিল (সোমবার) রাত আনুমানিক দেড়টার দিকে ঘুমধুমের দক্ষিণ মধ্যমপাড়ার আলতাফ হোসেনের পুত্র কামাল উদ্দিনকে তার নিজ বসতবাড়ীতে থেকে আটক করা হয়।

র‍্যাব-১৫ সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, র‍্যাবের কাছে খবর আসে মাদক কারবারি কামাল ইয়াবা বিক্রির জন্য বাসায় বিপুল পরিমানে ইয়াবা মজুদ করে রেখেছে। এ খবরে র‍্যাবের আভিযানিক দল তার বসতবাড়িতে অভিযান চালালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে তাকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা একটি ব্যাগ থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর জন্য নাইক্ষ্যংছড়ি থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

উল্লেখ্য, কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এবং মাদক কারবারিদের আশ্রয়-প্রশ্রয় দিতেন বলে সূত্রে জানা গেছে এবং তিনি ঘুমধুম ইউপির প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন।

আরও খবর