দীর্ঘদিন ধরে মাদক কারবারে তিনি: অবশেষে র‍্যাবের জালে!

তাওহীদুল ইসলাম রাপী •

কক্সবাজার উখিয়ায় অভিযান পরিচালনা করে দুই হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব ১৫।

৩ এপ্রিল (শনিবার) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার থাইংখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গয়ালমারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক মাদক কারবারি পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকার মেহের আলীর পুত্র কাশেম আলী(৩৭)।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে কক্সবাজার জার্নালকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে দুই হাজার ইয়াবাসহ তাকে আটক করে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

আরও খবর