আইপিএলে জুয়ার বাজিতে কাঁপছে চকরিয়া

রাজু দাশ, চকরিয়া •


ক্রিকেট দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি ক্রিকেট লিগের একটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এ ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে কক্সবাজার চকরিয়ায় চলছে জমজমাট জুয়ার আসর।

অনলাইনে ওয়েবসাইট বেট ৩৬৫ এর একাউন্টের মাধ্যমে চলচ্ছে এই জুয়ার আসর। এতে জড়িয়ে পড়েছে শিক্ষার্থী, ব্যবসায়ী থেকে শুরু করে শ্রমজীবী দিনমজুররাও এ ফাঁদে পা দিচ্ছেন। রাতারাতি পকেট ভারি করছেন আবার কেউ নিঃস্ব হয়ে শূন্য পকেটে বাড়ি ফিরছেন। এ ক্রিকেট জুয়ার নেশায় পড়ে লাখ লাখ টাকা হারিয়ে অনেকেই এখন সর্বশান্ত।

জানা যায়, এই জুয়ার বাজি হয় মোবাইলেই। অধিকাংশ লেনদেন হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। তাই এই চক্রের সঙ্গে জড়িত সবাই এক প্রকার ধরাছোঁয়ার বাইরে। এছাড়াও জুয়াড়িরা বিভিন্ন নামে ওয়েব সাইট খুলে জুয়ার কারবার করছেন। অনেকে বলছেন, কিছু ক্রিকেট জুয়াড়ি জুয়ার টাকা জোগাতে গিয়ে চুরি ও ছিনতাইয়ের মতো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। একই সঙ্গে ক্রিকেট জুয়ার হার-জিতকে কেন্দ্র করে পারিবারিক ও সামাজিক অস্থিরতা বাড়ছে।

গত ২৬ মার্চ থেকে শুরু হওয়া এই আইপিএল বিশ্বের সব তারকা ক্রিকেটারদের মিলনমেলায় পরিণত হয়েছে। এ ক্রিকেট খেলার উন্মাদনার ঝড় বইছে সর্বত্রে চকরিয়ায়। ক্রিকেট খেলাকে নিয়ে পাড়ায়, মহল্লায়, বাসায় ও চায়ের দোকানে এই ক্রিকেট জুয়া এখন চলছে বেপরোয়াভাবে।

জুয়াড়িরা ওড়াচ্ছেন লাখ লাখ টাকা। ক্রিকেট জুয়ার ছড়াছড়ি সমাজের অভিজাত ও শিক্ষিত শ্রেণি ছাড়িয়ে কাঁচা তরকারি বিক্রেতা, নাপিত, হোটেল কর্মচারী, রিকশাচালক, দোকানি, বিভিন্ন পরিবহনের শ্রমিক, নির্মাণ শ্রমিকসহ বিভিন্ন নিম্ন পেশার মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে; বাদ পড়ছে না স্কুল-কলেজগামী কোমলমতি শিক্ষার্থীরাও।

সরজমিনে দেখা যায়, চকরিয়ায় পৌর শহরে বেশ কিছু এলাকায় গড়ে ওঠা চায়ের দোকানগুলোতে সন্ধ্যার পর নানান বয়সের মানুষের ভীড়। প্রায় প্রত্যেকটি দোকানের টিভিতেই চলছে জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএল। প্রতি বলে, ওভারে বাজি ধরছে যে যার মতো। কেউ কেউ খেলা দেখে মোবাইল বাজি ধরছে সঙ্গে ফুকছে সিগারেট, খাচ্ছে চা-বিস্কিট। খেলা চলাকালীন দোকানে বেচাবিক্রিতে দোকানীরাও বেশ খুশি। দোকানগুলোতে ভালোভাবে চোখ রাখলেই দেখা যায় চলছে বাজির দর কষাকষি। ম্যাচের ফলাফল নিয়ে সবচেয়ে বেশি পরিমাণ জুয়া খেলা হয়। এছাড়া কোন ওভারে কত রান হবে? কোন বোলার কত উইকেট পাবে? কোন ব্যাটসম্যান কত রান করবে? শেষ ওভারে কত রান হবে? এমনকি কোন বলে কত রান হবে এসব নিয়ে বাজি ধরা হয়। আর যারা বাজি ধরে তাদের বেশির ভাগই বয়সে তরুণ। এতে করে অনেকই এই জুয়ার খপ্পরে নিঃস্ব হচ্ছে। নগদ টাকার পাশাপাশি জমিজমা, বাড়িঘর, যানবাহন, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র বিক্রি করে ক্রিকেট জুয়া খেলে সর্বস্বান্ত হয়ে দিশেহারা হয়ে পড়েছেন অনেকে।

এছাড়াও উপজেলার বিভিন্ন গ্রামে জুয়া,বাজি নিয়ে হচ্ছে কথা কাটাকাটি, মারামারি,বিশৃঙ্খলা। অতিষ্ঠ হচ্ছে ভদ্রসমাজের সাধারণ মানুষজন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জুয়াড়ি বলেন, গত বছরে আইপিএলে জুয়া খেলে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারে জুয়ার টাকা যোগান দিতে কেউ কেউ দামি মোবাইল ফোন, ল্যাপটপ, মোটরসাইকেল ও সোনার গহনাসহ নানা দামি জিনিসপত্র বন্ধক রাখে বাজি ধরছে।

সচেতন মহলরা বলেন, চকরিয়া পৌরশহরে ক্রিকেট জুয়ার আসরের উন্মাদনা দিন দিন বাড়ছে। এ উন্মাদনাকে এক শ্রেণীর জুয়াড়ি তাদের সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে। অনেকটা প্রকাশ্যেই চলছে এ জুয়ার আসর। জুয়ার টাকা জোগাড় করতে জুয়াড়ীরা নানা অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। জুয়ার আসরের দোকান গুলো চিহ্নিত করে জুয়াড়ীদের আড্ডায় হানা দিয়ে তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর পদক্ষেপ নিতে অনুরোধ জানাচ্ছি।

আরও খবর