নাফনদে গুলিবর্ষণ: মাদকভর্তী নৌকাসহ দুই পাচারকারী আটক

গিয়াস উদ্দিন ভুলু •


মিয়ানমার থেকে পাচার হয়ে আসা টেকনাফের নাফনদী থেকে মাদকভর্তী একটি নৌকাসহ দুই পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে বিজিবি।

বিজিবির পাঠানো তথ্য সুত্রে জানাযায়, ২ এপ্রিল (শনিবার) দিবাগত রাতের প্রথম প্রহরের দিকে সীমান্ত প্রহরী টেকনাফ ২বিজিবির একটি চৌকষ দল মিয়ানমার হতে পাচার হয়ে আসা জালিয়ার দ্বীপ সংলগ্ন নাফনদীতে অভিযানে যায়।

এরপর বিজিবির দলের উপস্থিতি টের পেয়ে মিয়ানমারের শুণ্যরেখা অতিক্রম করে আসা মাদকভর্তী নৌকাটি পুণরায় মিয়ামায়ের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি নৌকাটিকে থামানোর জন্য কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এরপর নৌকাতে থাকা পাচারকারীরা নদীতে ঝাঁপ দিলে বিজিবির অভিযানিক দল ধাওয়া করে দুইজনকে আটক করে এবং নৌকাটি তল্লাশী করে ৫৪ হাজার ইয়াবা ১কেজি, ৬৯ গ্রাম আইস উদ্ধার করতে সক্ষম হয়।

আটক ব্যাক্তিরা হচ্ছে, মিয়ানমারের আকিয়াব মন্ডু থানা এলাকার মো: সিরাজ উদ্দিন’র পুত্র মো:জুবায়ের আহমদ(২২) এবং মৃত আব্দুল গণির পুত্র মো: রফিক (২৩)।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া মাদক গুলোর মুল্য ৬ কোটি, ৯৭ লাখ টাকা।

অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২বিজিবি অধিনায়ক লে:কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, অবৈধ অনুপ্রবেশ ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করার জন্য আটক দুই মিয়ামমার নাগরীককে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর