মহেশখালীতে নিখোঁজ চীনা নাগরিকের লাশ উদ্ধার

মহেশখালী প্রতিনিধি •

মহেশখালীতে নিখোঁজ চীনা নাগরিকের লাশ উদ্ধার
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন চ্যানেলে ট্যাকশিপ ডুবির ঘটনায় নিখোঁজ চীনা নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ চীনা নাগরিক জ্যায়াং হংচ (৫২) চিনা হাইড্রো প্রতিষ্ঠান কোম্পানির শ্রমিক ছিলেন।

শনিবার (২ এপ্রিল) দুপুর ১২টায় সাগর কোস্টগার্ড ও ডুবুরি দল তল্লাশি চালিয়ে তার লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের কোলপাওয়ার লিমিটেডের সিকিউরিটি অফিসার মোহাম্মদ আলফাজ উদ্দিন।

তিনি বলেন, জ্যায়াং হংচ চিনা হাইড্রো প্রতিষ্ঠান কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (৩১ মার্চ) প্রতিদিনের মতো সকালে কাজে যাওয়ার পর তিনি আর ডরমেটরিতে ফেরেননি। স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করলে গভীর রাত পর্যন্ত সাগর তীরে তল্লাশি চালানো হয়। আজ শনিবার সকালে কোস্টগার্ড ও ডুবুরিরা চ্যানেল থেকে লাশটি উদ্ধার করেন।

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের পুলিশ ক্যাম্পের ইনচার্জ জামাল উদ্দিন বলেন, প্রকল্প চ্যানেল থেকে কোস্টগার্ড ও ডুবুরি দলের যৌথ অভিযানে লাশটি উদ্ধার করা হয়েছে।

আরও খবর