কক্সবাজারে কলেজ ছাত্র রিদুয়ান হত্যার ঘটনায় আটক ২

নিজস্ব প্রতিবেদক •


কক্সবাজার সিটি কলেজ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলেজছাত্র রিদুয়ান সিদ্দিক হত্যার ঘটনায় দুইজনকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে চট্টগ্রামের ডাবল মুরিং থানাধীন মনসুরাবাদ এলাকা থেকে পৃথক অভিযানে তাদের আটক করা হয়েছে।

আটকরা হত্যা মামলার ২ ও ৪ নম্বর এজাহারভুক্ত আসামি। তারা হলেন- রুমালিয়ারছড়ার টেকনাইফ্যা পাহাড় এলাকার সেলিম সওদাগরের ছেলে হেরাম আল ছোটন (২৩) ও একই এলাকার রশিদ আহমদের ছেলে কামাল হোসাইন (২৪)।

শুক্রবার (১ এপ্রিল) বিকেলে এক মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার বিল্লাহ উদ্দিন।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে তাদের জড়িত থাকার বিষয়টি তারা স্বীকার করেছেন। এছাড়া আটককৃত আসামি কামাল হোসাইনের হেফাজত থেকে ভিকটিমকে ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের সময় ভিকটিমের রক্তের দাগ লেগে থাকা একটি টিশার্ট উদ্ধার করা হয়।

গত ২৮ মার্চ রাতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে খুন হন রিদুয়ান। রিদুয়ান সিটি কলেজ এলাকার আবু বক্কর ছিদ্দিকীর ছেলে। এই ঘটনায় নিহতের মা বাদি হয়ে ৩০ মার্চ রাতে কক্সবাজার সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৪ জনকে এজাহার নামীয় আসামি করা হয়।

আরও খবর