টেকনাফ অফিস •
কক্সবাজারের টেকনাফ থেকে হত্যা, ধর্ষণ ও মারামারিসহ ১১ মামলার আসামি আতা উল্লাহকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় মেরিনড্রাইভ সংলগ্ন ঝাউবন থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বাহারছড়া উত্তর শিলখালির মৃত মকবুল আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় আতা উল্লাহকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে টেকনাফ থানাসহ বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ ও মারামারির অভিযোগে ১১ মামলা রয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আতা উল্লাহকে আদালতে সোপর্দ করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-