শারজায় নির্মম খুনের শিকার কক্সবাজারের যুবক

বিশেষ প্রতিবেদক •

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ্’তে কক্সবাজারের ঈদগাঁও’র নুরুচ্ছফা (৪৫) নামে এক প্রবাসী নির্মম খুনের শিকার হয়েছেন।

মঙ্গলবার (২৯ মার্চ) সংযুক্ত আরব আমিরাত সময় রাত ৯ টার দিকে একটি শপিং মলে এ ঘটনা ঘটে।

নিহত নুরুচ্ছফা ঈদগাঁও সদর ইউনিয়নের উত্তর মাইজপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি পাঁচ সন্তানের জনক।

নিহতের চাচাত ভাই আবদু শুক্কুর জানান, মঙ্গলবার রাতে নুরুচ্ছফা সংযুক্ত আরব আমিরাতের শারজাহ’র শপিং মলে তার দোকান বন্ধ করে বাসায় ফেরার প্রস্তুতিকালে দুষ্কৃতিকারীর হামলার শিকার হয়ে ঘটনাস্থলেই নিহত হন। মৃত্যুর খবর জানার পর স্বজনদের মাঝে শোকের মাতম চলছে।

আরও খবর